বাতাসে কান পাতলেই শুনতে পাবে
অসহায় বহু মানুষের ভয়ার্ত আর্তনাদ।
ওদের স্বপ্ন বেওয়ারিশ লাশের মতো ভেসে গেছে
পরনের জামা কাপড় ভিজে সপসপে
ওরা যে বানভাসি
ক্ষীণ আশাতে আশ্রয়ের খোঁজে ওরা ছুটছে
ভিজা কাপড়, কোলে বাচ্চা মুখেতে নেই আবরন
ওই ভাইরাস অসহায় মানুষের নিরাপদ আশ্রয় কেড়েছে
ছুটে গেলে ও কারর কপাট খোলে নি
বদ্ধ দুয়ার হতে নিয়তি বলছে
তোরা তো অসময়ে মরতেই জন্মেছিস!
ওরা আজ সর্বদিক দিয়ে উলঙ্গ
নটরাজ সতীর দেহ পিঠে ফেলে যতই নৃত্য করুক
তছনছ করে দিক সুখের সংসার
ওরা আশাবাদী ওদের দীপশিখা নিভু নিভু হলেও
দপ করে জ্বলে উঠতে জানে
ওই কান পাতো,
শুনতে পাবে অসহায়দের ক্রন্দন
চোখ মেলে দেখো,
দেখবে তাদের সকরুণ চেহারা।
ওদের দীপশিখা আবার জ্বলবে।
কোন প্রাকৃতিক রোষে ওরা পরাজিত হবে না।