জানি, তুমি অন্ধকারকে ভালোবাসো
তাই অন্ধকারকে আঁকড়ে বাঁচো,
আমি চলি আলোর দিশায়
সরিয়ে দিয়ে ঘোর তমানিশায় ,
ভয় -ভীতি -লাজ নেই এখানে
চলতে পারো মুক্ত মনে, মুক্ত প্রাণে।
পাপ -পুণ্যের হিসাব নিকাশ!
করবে কে? নেই অবকাশ,
সমাজ? সে তো থাকে অন্ধকারে
আলোর সাথে বিবাদ করে
যাবে কোথায়? খুঁজছো পথের দিশা!
বন্ধু হলে আলোর, ঘুচবে তমশা
মরণ? সে তো চলে আপন পথে
বন্দি করে এমন সাদ্ধি কার আছে?