দাবদাহে বুলু পিসি কষ্টে বেজায় হাঁসফাঁস করে,
সেই কারণে সদা তিনি কাটান
বসে ঠান্ডা ঘরে।
দাবদাহে তাঁর ওষ্ঠাগত প্রাণ,
যখন তখন করছেন স্নান।
বাতিকগ্ৰস্তের মতো সারাদিন
গরম গরম করে মরে।
সম্পর্কিত পোস্ট

খোকার কীর্তি || Samarpita Raha
- আধুনিক কবিতা, আধুনিক সাহিত্য
- 1 min read
ব্যাঙ এসেছে আমার বাড়িগাঙর গাঙর শব্দ,ছোট্ট খোকা ভয় পেয়েছেহয়েছে তাই…

ইচ্ছে || Samarpita Raha
- আধুনিক কবিতা, আধুনিক সাহিত্য
- 1 min read
মাগুর শিঙ্গি ভাবছে বসেবিয়ে বাড়ি যাবে,কাতলা ভেটকি লোকে কেনতৃপ্তি করে…

প্রিয় বন্ধু || Samarpita Raha
- আধুনিক কবিতা, আধুনিক সাহিত্য
- 1 min read
বন্ধু আমার পরাণ সখাহৃদ মাঝারে রয়,সব সময়ে পাশে থাকেআমার কিসের…