বৈশাখ জৈষ্ঠ্য রোদের তাপে জীবন জেরবার,
কয়েক দিনের জন্য দেখা মিলে ছিলো তার,
তার জন্যই ঘটলো জেনো এমন অনাসৃষ্টি,
সবার মনে প্রশ্ন জাগে হবে’কি আষাঢ় মাসে বৃষ্টি,
বৃষ্টি এলো উত্তরে পাহাড়ী নদী উত্তাল হলো,
অতিবৃষ্টি পাহাড় ভেঙে শহর গ্রাম
ভাসালো,
দক্ষিণের মানুষ হাপিত্যেশ কোরে
ছিটেফোঁটা বৃষ্টি পাচ্ছে,
অবিরাম গাছকাটার অভিশাপে গ্রাম শহর ভুগছে,
পশুপাখি, মানব সমাজের সুস্থ
জীবনের জন্য,
ছয় ঋতু ফিরিয়ে আনতে দাও ফিরে অরণ্য।