একটা যন্ত্রনা বুকের মধ্যে দলা পাকিয়ে রয়েছে,
কতবার চেষ্টা করেছি টেনে বের করে ফেলে দেব….
এমন ভাবে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে যে,
শত চেষ্টা করেও টেনে বের করে দিতে পারছি না।
মাঝে মাঝে মনে হয় প্রচন্ড চিৎকার করি….
কিন্তু চিৎকারটাও যে শব্দ হীন হয়ে গেছে !
একটা ক্ষীণ মৃদু স্বরও কারো কান পর্যন্ত পৌঁছাচ্ছে না
যেন শাস্তি দেওয়া হয়েছে…
তাই কেউ ইচ্ছা করেই শুনতে পাচ্ছে না।