দয়াল বিনে এই ভুবনে আর তো গতি নাই,
চরণ মাঝে কৃপা করে দিও মোরে ঠাঁই।
কালের শমন আসবে যখন
হাতটি ধরে রেখো তখন
নামের মালা জপে জপে চোখ বুঝতে চাই।
দয়াল বিনে এই ভুবনে আর তো কেহ নাই,
চরণ মাঝে কৃপা করে দিও মোরে ঠাঁই।
গুণনিধি গুণের আধার
তুমি সবের সার,
সকল ভুলে ক্ষমা করে
খোলো চেতন দ্বার।
তোমার নামে অমোঘ শক্তি,
তরাও সবে রাখলে ভক্তি।
নতজানু তোমার পায়ে আশিস আমার চাই।
দয়াল বিনে এই ভুবনে আর তো কেহ নাই ,
চরণ মাঝে কৃপা করে দিও মোরে ঠাঁই।