দম্ভ যখন আছড়ে পড়ে
মানব মনের ঢেউ কিনারে,
লন্ডভন্ড করার নেশায় সে ধায়
স্রোতের উজান ঝঞ্ঝা পারে।
ভাঙা গড়া খেলার নেশায় মেতে
আঘাত হানে সে প্রিয়জন প্রাণে,
শান্তির নীড়ে দৌড়াত্ম্যের ঝড়ে
মনুষ্যত্বের খেয়া অহং টানে।
দম্ভ যখন আছড়ে পড়ে
মানব মনের ঢেউ কিনারে,
লন্ডভন্ড করার নেশায় সে ধায়
স্রোতের উজান ঝঞ্ঝা পারে।
ভাঙা গড়া খেলার নেশায় মেতে
আঘাত হানে সে প্রিয়জন প্রাণে,
শান্তির নীড়ে দৌড়াত্ম্যের ঝড়ে
মনুষ্যত্বের খেয়া অহং টানে।