শুনুন মশাই বলছি যে সেই
দত্ত বাড়ির গল্প
ইয়া বড় থালা ছিল
খাবার ছিল অল্প
চিংড়ি ছিল, পাবদা ছিল,
ছিল চারাপোনা
সাথে ছিল চারটে খাসি
শুটকি মাছের ভুনা
ছোটো থেকে বড় হলো
গ্রামের সবাই জড়ো
দত্ত বাড়ির ভোজ বলে কথা
ব্যাপারটা বেশ দড়
করছি হিসেব আপন মনেই
মাছ ক খানা খাবো
খাসির আবার মাংস আছে
দশ টুকরো নেবো
থালা ভরা থাকবে ভাতে
খাবো চেটেপুটে
জমে যাবে দুপুরটা বেশ
ভেবেই উঠছে যে মন নেচে
সবজি আছে ডাল ও আছে
মাখবো বেগুন ভাতে
কি করে রাখবো এসব
এত্তোটুকু পাতে
এসব ভেবেই ছুট্টে গিয়ে
বাড়ি থেকে গামলা নিয়ে আসি
সবটা যদি নাই বা পারি
রেখে পরে খাবো বাসি
সবার হাতে থালা দেখে
আমার সেকি হাসি
যেই না পাতে পড়লো খাবার
চক্ষু ছানাবড়া
বেগুন দিলো দুই টুকরো
তাও সে আবার পোড়া
দু হাতা ভাত পড়লো পাতে
আধখানা এক টুকরো মাছ
মাংস মশাই কি আর বলি
হাড্ডি সমেত দুই টুকরো
মাংস যে নাই তাতে