সব ভালোভাবা আর ভালোলাগাগুলো ক্রমশঃ
হারিয়ে যাচ্ছে প্রায়
ভালোবাসার না বলা কথাগুলো নিঃশব্দে
ছেড়ে যাচ্ছে পাশ থেকে
নির্বাক মনে হয় মুখের ভাষা
যেন মুক ও বধির হয়ে উঠছি সবাই
জীবন যাপনের প্রিয় স্বপ্নগুলো সব
কথার ফাঁক গলিয়ে যায় কোথায়!
এরকম উপেক্ষার বিষাদগুলো এসময়
ভীষণ আঁচড় কাটে বুকে
রক্তাক্ত হয় সর্বাঙ্গ শরীর,সঙ্গোপনে
নেমে আসে অন্ধকারের অনন্ত স্বর ও শূন্যতা
সময়-অসময়ের মাঝখানে ভালোভাবাগুলো
আর ভালোলাগাগুলো বারবার
মুখ লুকোয় দ্রুত, ভাবে,
তাদের দখল নিতে হয়তো মাঠে নেমেছে কেউ ।