দেখেছো তোমরা মূর্খ কত বড় ?
তোমাদের কাছে ভাতা; খয়রাত অনেক বড়
গড় তোমরা গড়, এভাবেই মূর্খের রাজ্য গড়
প্রজন্মের সাথে হাস্যকৌতুক করে করে
একদিন তো তুমি যাবে এই পৃথিবী ছেড়ে সরে
ভেবে দেখেছো কি ?কি রেখে যাচ্ছ শিশুদের তরে ?
পচে যাওয়া সমাজটাকে পচিয়ে দিচ্ছ তোমরা আরো
গড়; গড়; মূর্খের রাজ্য গড়,
তোমাদের কাছে তো উন্নতির চেয়ে দান খয়রাত বড়
অপমানের প্রতীক হয়েছ তুমি রাষ্ট্রের
দেশ ও জাতির হয়েছো তুমি কলঙ্ক প্রতি প্রান্তের
একদিন তোমারও কাঁপবে বুক থরথর
সেই পথেই এগোচ্ছ তোমরা; ধরো। সেই পথই ধরো
প্রজন্মের কথা ভাবলে না একটি ফোটাও
কোথায় লুকিয়ে আছে চেতনা তোমার,দেখাও আজই দেখাও ?
ধর্ম বেঁচেছ; কর্ম বেঁচেছ; ইজ্জত বেঁচেছ; বাকি কি রেখেছো বলোনা ?
ভোটের বাক্সেও অবশেষে করে গেলে রাজ্যবাসীর সাথে ছলনা ?
ছিঃ….ছিঃ….ছিঃ….. তোমার দেখি এ কি অবনতি ?
কথার ভাজে তামাশা লুকায়,তামাশার ভাজে তোমার চালাকি
জানিনা পর্দার আড়ালে রয়েছে যে রহস্য কি ?
তবে এটুকু জানি …………..
করে গেলে রাজ্যটার শুধুই অবনতি; অবনতি; অবনতি।