আমার হাতের ওপর তোমার মুখটি
তুলে ধরলাম—
দেখলাম, আবেগে বোজা তোমার চোখ। . . .
দেখা হল না।
কতবার বললাম তোমার কানে,
কানে কানে—
দেখলাম রক্তলাজে ফিরিয়ে নেওয়া তোমার চোখ! . . .
দেখা হল না।
তোমার খোঁপা দিলাম খুলে,
জড়িয়ে নিলাম আমার মুখে, চোখে, বুকে—
দেখলাম, পরমসুখে দু’হাতে ঢাকা তোমার চোখ। . . .
দেখা হল না।
যাবার সময়
পার হয়ে যাচ্ছিলাম
একটি দুটি ক’রে সব-কটি সিঁড়ি। . . .
হঠাৎ ফিরে তাকালাম . . .
দেখলাম, চোখের জলে ভেজা তোমার চোখ!
দেখা হল না।