তোমার সুরভী মাখা সেই সন্ধ্যেগুলি
আজ ও ছেড়ে যায় নি আমায়।
তাদের সঙ্গে কথা বলি অনর্গল,একাকীএকান্তে।
কখনো বা অবিরল ছিটিয়ে যাই নদীর জল।
হারিয়ে যায় দিনক্ষণ, হারিয়ে যায় সময়ের সীমা।
পায়ে পায়ে কেটে গেল বহু পথ,
অনেক অচেনা পথের ব্যর্থ পরিক্রমা!
একবার ! একবারও তুমি এলে না আর!
আজ শুধু একটিবার তোমায় দেখবো বলে,
ফেলে এসেছি সব কাজ!
এক বসন্তে চলে গেছো তুমি,
আরেক বসন্ত আজ!