আমার রামধনু রঙ ধু ধু আকাশ
আমার থাক।
অনেক দূরের নীলচে পাহাড়
আমার থাক।
আমার গায়ে তপ্ত পোড়া, মরচে দাগ
আমার থাক ।
অনেক কাটায় আঁচলঢাকা, রক্তক্ষরণ
আমার থাক ।
ঝরনা ধোওয়া মলিন কালি,
নদীর দেওয়া মন্দ গালি,
আমারই নাহয় থাক।
আমার গান কবিতা, আমার স্বপন
ছুটে যাওয়া ঐ দোলনা মন—
তোমায় দিলাম নীরব দিনে,
তোমারই শুধু থাক।