আমাদের শহরে নতুন আলোয় ভোর নেমে আসে,পাখির কুজনে। নীলাকাশে সাদা মেঘ ভাসে। রোদ্দুর খেলে লুকোচুরি।
ফুলে ফলে পল্লবিত হয়ে ছড়ায় সুগন্ধি।
স্নিগ্ধ সকাল বয়ে নিয়ে আসে এক রাশ খুশির ঝলক!
তবুও আমাদের শহরে মানুষের অনেক অভাব!
চারদিকে হাহাকার! কারও ঘরে ভাত চাপে নি!দুদানা চালের অভাবে গরম হাড়িতে ভাতের গন্ধ খোঁজ।
স্নেহময়ী মায়াময় রমণী যদি হয় কারও মা মেয়ে। তবুও গোরুর সাথে নারী পাচার হয় সকলের অগোচরে, হে অবলা নারী তবে তুমি কেমন সম্পদ এই জগত সংসারে!
আমার শহরে অনেক বৈভব বিলাসবহুল ভবন। ঘরের কোণায় কোণায় আলো ঝলমল।মনের ঘরের কোণে নেই কোন আলোর সন্তরণ।
রিক্ততার দিন আসছে ঘনিয়ে। মানুষের হৃদয় থেকে ভালোবাসা শব্দটি গেছে হারিয়ে!
গভীরে কান পাতো, কান পাতলে তুমি শুনলেও শুনতে পারো পাতাঝরা শালবনে কান্নাঝরা গভীর কথকতা।
আজও আমাদের শহরের আকাশে দেখার মতো চোখ থাকলে, মন ডানা মেলে ধরলে দেখতে পাবে আলোর দ্যুতির মতো এক ঝাঁক টিয়ার উল্লাসিত সমাবেশে সবুজ চিৎকার!