তোমার জাত বংশ নিয়ে প্রশ্ন তুলবো না
কারণ; ওটা তোমার হাতে ছিল না,
আমি প্রশ্ন তুলবো তোমার মনোবৃত্তি নিয়ে
কারণ; তোমার মনোবৃত্তি তোমার হাতেই আছে বা ছিল,
তুমি সেটাকে চাইলে পাল্টাতেও পারো
আবার না চাইলে সেটাকে সুন্দর যত্নে–
একটা আস্ত পশুর জীবনের মত বানাতে পারো।
আমি তোমাকে আদেশ বা উপদেশ দিতে সক্ষম নই
তবে একটি ভালো সঙ্গ দিতে সক্ষম অবশ্যই,
আমি তোমাকে বিভীষিকার মন্ত্র মিশিয়ে বিষিয়ে দিতে পারব না
আমি এক সুপ্ত বিকেলের মাধুরী মেশানো–
লগ্ন এনে তোমার হাতে দিতে পারব;
গ্রহ চিলের বিগ্রহে তোমাকে আমি দাবানলের শিকার হতে দেব না।
আমি বৈকুণ্ঠের মালায় তোমার যৌবনকে সস্তার প্রসাদ হতে দেব না
আমি একটা আস্ত বিচক্ষণের চাদর হয়ে তোমাকে জড়িয়ে থাকবো,
কারণ; তুমি কোন পণ্য নও,
তুমি কোন বস্তু নও,
তুমি কেবল শুধু একটা চাহিদা নও,
তুমি একটা প্রাণ,
তুমি একটি মন।