দিবারাতি জীবন সাথী
তোমায় মনে পড়ে,
তোমায় ছাড়া ছন্দহারা
অশ্রু শুধু ঝরে।
প্রাণের চেয়ে প্রিয় তুমি
আমার হৃদয় মাঝে,
আঁকড়ে থাকি স্মৃতির ঝাঁকে
সকাল দুপুর সাঁঝে।
প্রেম পরশে মন হরষে
বেশতো ছিলাম সুখে,
সোহাগ ছোঁয়া আঁকতে তুমি
আমার কপোল মুখে।
প্রণয় নীড়ে বাসা বেঁধে
মত্ত ছিলাম মোরা,
সময় পেলেই বেড়িয়ে যে
দেশ বিদেশে ঘোরা।
কোথা থেকে কাল ব্যাধিটা
বসলো হৃদয়- ঘরে,
ছেড়ে গেলে আমায় একা
বড্ড মনে পড়ে।