মাগো, জন্মদাত্রী তুমি করুণাময়ী মাতা
তোমায় পেয়ে খুশী মেয়ে,
মাগো, কঠোর পরিশ্রম জীবন ভর
স্নেহের পরশ মাথায় ছেয়ে ।
মাগো উজ্জ্বল মুখ প্রতি কাজে
অসুখে মাথায় হাত রেখে,
মাগো, সন্তান সুখেই তোমার আনন্দ
তোমায় দেখে সন্তান শেখে।
মাগো, আঙুল ধরে চলতে শিখি
তোমার পথে চরণ ফেলি,
মাগো, উচিৎ শিক্ষায় পথ প্রশস্ত
ভালো কাজে জীবন মেলি।
মাগো, কত শাস্তি দিলে তুমি
ঋজু কঠোর বানাতে গিয়ে,
মাগো, প্রচণ্ড রাগে নাক ফুলিয়েছো
কঠিন শাস্তির প্রশ্ন নিয়ে।
মাগো, তুমিই ঠিক এখন বুঝি
কর্মক্ষেত্রে সোজা পথে চলে,
মাগো শ্বশুরবাড়িতে তোমার জয় জয়কার
ঠিক শিক্ষা দিয়েছ বলে,
মাগো, চাকুরী স্থলে উন্নতি হলো
শৃঙ্খলা নিয়মানুবর্তিতা কর্মে ধরে,
মাগো প্রতি পদক্ষেপে তোমার শিক্ষা
আমার উন্নতির পথটি ভরে।