আমি শ্রমিক
আমার নেই কোন নির্দিষ্ট ক্রমিক
তোমাদের কাছে এই আসা-যাওয়া
জীবনের বোঝা ঘাড়ে লয়ে এই তরী বাওয়া
যা চেয়েছি তার চেয়েও বেশি পেয়েছি
ছিল না কোন ঊর্ধ্ব আকাঙ্ক্ষা;আকাশ কুসুম চাওয়া পাওয়া,
এই সাধারণ জীবনে তোমাদেরই সংস্পর্শে এসে জীবন হলো মহামান্য
কর্মগুনে;কর্ম বলে দিয়েছিলে আমায় প্রাধান্য,
ধন্য;
আমি ধন্য;
তোমাদেরই জন্য,
কখনো করিনি আশা
তোমরা দেবে এত ভালোবাসা
আজ পথ হাঁটা শেষ হবে জানি
এ পথের দীর্ঘ পরিধি আমি মাপতে পারিনি,
হয়তো পারিনি গভীরে গিয়েও আরো গভীরতা জানতে
জীবনের ভুলগুলি পড়বে মনে বসে বসে কোন প্রাতে,
এখানে উপস্থিত যত মান্যবর
তোমাদের হাত রাখো মোর শীরে
আমি ফিরে যাব নীড়ে,
এই ভিড়ের মাঝে কোথাও আছে আমার ঘর
তোমরা যে আমার আপন; কেউ নয়কো পর
প্রণাম করি তোমাদের সকলের চরণে
মাঝে মাঝে ব্যস্ত ঘড়ির অবশিষ্ট ক্ষণে
আমাকে তোমাদের যদি পরে মনে;
আমি মুগ্ধ হব;আমি মুগ্ধ হব;তোমাদেরই স্মরণে
আমি মুগ্ধ হব;আমি মুগ্ধ হবো;আমি মুগ্ধ হব; তোমাদেরই স্মরণে।