তোকে যে চাই জীবন জুড়ে
বলছি তোকে,
থাকবো ঘিরে মায়া বাঁধনে
দুখের শোকে।
জোছনা রাতে হাতটি হাতে
ছাতের কোণে,
গভীর প্রেমে ভাসবো দোঁহে
সুখের ধুনে।
মায়াবী শীত লেপের ওমে
সোহাগ ভরে,
জড়াবে তায় মিঠে মায়ায়
রাতের ঘরে।
তোর কারনে মনের ঘরে
জমাট কথা,
মিলবো যবে বলবো তবে
সকল তথা।
বকুল ফুলে বাঁধবি চুলে
দেখবো চেয়ে,
হৃদ মাঝারে তোর বসতি
পরাণ ছেয়ে।