ঠিক কবে থেকে মনে নেই,
আমার এলোমেলো তুই টা,
আটপৌরে তুই টা কেই আমি চাই।
তোকে এইভাবেই যেন পাই আজীবন।
আমার মন হাঁক দেয়,করে উচ্চারণ
এলোমেলো তুইটা আমার বড্ড আপন।
বুঝিস কি তুই তোর সহজ জীবন,
ওখানেই আমার বাস, দিন- রাত্রি যাপন।!
ওটাই তোর অলংকার, তোর ভালোবাসার ধন।
তাই তোকে নতুন করে পেতে
সূর্যালোকে আমি উঠি যে মেতে,
তোকে পাবো বলেই, হারাই প্রতিটিক্ষণ!
মান- অভিমানে, হাসি-কান্নার
খুনসুটিতে ভরা জীবন চুনি পান্নার
এইভাবেই তোকে আমার পাশে চাই সর্বক্ষণ।