ঢুঁড়েছি,ভেঙ্গেছি,চুরমার করেছি তো
পাথুরিয়া পিপাসা,
সাগরের ঢেউএ উত্তাল হিয়া
মাথা কুটে খোঁজে কি ভাষা!
বজ্রধ্বনি শুনি,হুঙ্কারে
হৃদে উত্তাল ঝড়,
দুই হাতে তারে ছুঁতে ধাই শুধু
ভেঙ্গেছে বুকের ঘর।
রবির কিরণে খুৃঁজে গেছি লাল
ভুলতে শোণিত-কারা,
লসিকা-রক্ত হল একাকার
হয়েছি আত্মহারা।
হৃদের অনলে পুড়েছে লৌহ
তরলে ভেসেছে শিলা,
নতজানু আজি মরূর পাষাণ
রক্তে খুঁজি নিরালা।
শ্মশানঘাটের হাহাকার বুকে
হেরি ঠায় আকাশেতে,
হেরি সাগরেতে,হেরি পাথরেতে
প্রাণ খুঁজি বাতাসেতে।
এমন প্রভাতে ছুঁয়ে দিলে তুমি
মিলায়ে আঁখিতে আঁখি,
প্রশান্ত ঢেউ পেল গভীরতা
হৃদে কালবৈশাখী…