তোমাকে নিয়ে বাঁচবো বলে বেঁধেছিলেম এ সংসার
ছিলনা কোন চালচুলো,না ছিল কোন দরকার।
সরকারেরই আনুকূল্যে পেলাম একটা চাকরি
তখন থেকেই মনের কোণে তোমার ছবি আঁকি।
ছবি যেন চলমান আমার এ জীবনে
তুমি যেন আমার অমূল্য নয়নমনি।
ধীরে ধীরে সবই হলো কালের নিয়ম ধরে।
বিয়েটাও যে ভবিতব্য তোমারই হাত ধরে।
সুখের ছিল যে সংসার তোমার আসার ফলে।
দুঃখের দিন কাটিয়েছি তোমার দুহাত ধরে।
সঙ্গী ছিলে জীবনভর আমাদের এ ধরাতে।
কখন যেন মারণ রোগ ধরল তোমায় চেপে।
দিলেনা বুঝতে একটি বারও করনি কোন চিৎকার।
নিঃশব্দে মিলিয়ে গেলে ছেড়ে দিয়ে এ সংসার।
তোমাকে নিয়ে বাঁচবো বলে বেধেছিলেম এ সংসার।
চলে যে গেলে একা ফেলে,বাঁচবো কিভাবে বল আর।