খোলা জানালার মতো অনুভব করেছি তোমার সবটা
থমকে দাঁড়িয়ে থেকেছি তোমার সামনে।
মনের প্রত্যেক টা ছত্র খুব নিখুঁত ভাবে পড়েছি
হৃদয়ঙ্গম করেছি পুরোটা
তুমি বুঝতে পারোনি ।
অনুভব করেছি তোমার হৃদস্পন্দ
স্বপ্নে তোমার নিঃশ্বাস ছুঁয়ে গেছে আমাকে
শিহরিত হয়েছি বারবার
তুমি বুঝতে পারো নি ।
তোমার বিনিদ্র রজনী আমি দেখেছি
আমি যে ছিলাম তোমার প্রতিটা নিঃশ্বাসে,বিশ্বাসে
তখন বিরহ জ্বালায় কেটেছে প্রহর
তুমি বুঝতে পারো নি।
মন পড়তে রচনা লাগে না
লাগে শুধু একটা মন যেটা আমার কাছে আছে
তুমি বুঝতে পারো নি
হয়তো বুঝেও না বোঝার অভিনয় করে যাচ্ছো।