তুমি নেই তাই ;
শহর আজ মৃতপ্রায়,
শোনা যায় নিপীড়িত মানুষের
আর্ত ক্রন্দনধ্বনি।
তুমি নেই তাই ;
পৃথিবীও হয়েছে অসহিষ্ণু,
মহামারীর করালগ্রাসে আজ
স্তব্ধ শ্মশানভূমি।
তুমি নেই তাই ;
বেঁচে থাকাটাই যন্ত্রণার,
অনাহারে আজ রক্তলোলুপ
বুভুক্ষিত মানবদল।
তুমি নেই তাই ;
জীবন হয়েছে ঘরবন্দি,
বীর শহীদের রক্তে আজ
সিক্ত ধরণীতল।
তুমি নেই তাই ;
মানবতা আজ উপেক্ষিত,
শুনি প্রবঞ্চকের বিজয় মিছিলের
উল্লাস সমাবেশ।
তুমি নেই তাই;
সমাজ হয়েছে কলুষিত,
কুলাঙ্গারের দৃষ্টিতে আজ রিক্ত,
ধর্ষিত এই মহাদেশ ।
তুমি নেই তাই ;
দূষণের মাত্রা পারদ ছুঁয়েছে,
বিশ্বাস আজ অবলুণ্ঠিত ভূমে,
আস্তাকুড়ে ভ্রুণ শিশু।
তুমি নেই তাই ;
সভ্যতার ঘটেছে পতন,
হিংস্রতায় আজ মহীয়ান মানব
নিজেকে করেছে পশু।