এলোকেশী মেয়ে আমার সাধিকা
কালো রূপে তুমি অপরূপা,
একাকিনী কেন তবে অবেলায়
তুমি নারী সত্য স্বরূপা।
বিরহ যাতনা সয়েছো ললনা
অভিমানে আছো তুমি বসে,
প্রেম রসে যাবে খসে তব মান
পাগলিনী নারী লাজ খসে।
প্রেমের ঠাকুর কৃষ্ণ ঠাকুর
জপ’ তারে ভজ’ তারে মনে,
দয়াল ঠাকুর আসবে হেথায়
পাবে তুমি ধ্যানে তোমা সনে।
কানু প্রেমনামে রাধা ধীরে চলে
ভক্তি রসের হরি নামে,
কন্টক ফুঁটে পদতলে লাল
চলেছেন রাধা লীলা ধামে।
বাঁশরি বাজায় মদন গোপাল
সুর ভেসে আসে মধু ঝরে,
লোচনে বারি মুদিত আঁখি মাঝে
প্রেম নামের জপের ভরে।