তুমি তিলোত্তমা-
তুমি তমসায় তপন ,
তোমার তপ্ত তনুতে
তড়িৎ তরঙ্গ ;
তুমিই তোমার তুলনা ।
তটিনীর তটে
তমালের তলে
তাপিত তৃষাতুর তরুণ
তপস্যায় তন্ময়
তোমারই তরে।
তুমি তিলোত্তমা-
তুমি তমসায় তপন ,
তোমার তপ্ত তনুতে
তড়িৎ তরঙ্গ ;
তুমিই তোমার তুলনা ।
তটিনীর তটে
তমালের তলে
তাপিত তৃষাতুর তরুণ
তপস্যায় তন্ময়
তোমারই তরে।