তুমি একবার ডাক দিয়ে দেখো,এই উথালি পাথালি বুক কেমন হুলস্থুল আন্দোলনে মাতে।
নৃত্যের তালে তালে দামাল ঘূর্ণি ঝড়ের বার্তা।
তুমি ডাক দিলে আমি সাত সমুদ্দুর তেরো নদী পার হই অবলীলায়,
সাগরের গভীরে মিশে আবিষ্কারের নেশায় পাই আমার
আমিকে,এক অদ্ভুত ভালোলাগার আবেশে নতুন রূপে।
তুমি ডাক দিলে ভোরের পাখি হয়ে আমি ঘুমভাঙানিয়া সুরে গেয়ে উঠি গান।
তুমিও লিখতে থাকো আনন্দে বিভোর হয়ে নিত্য নতুন কবিতা।
এই তুমি ডাক দিলে আমি অভিমানী বৃষ্টি হয়ে তোমায় হৃদয়ের অলিন্দে ঝরে পড়বো!
জলের স্পর্শে আরও বেশি বেশি করে আমার নারী স্বত্তার প্রকট হওয়া।
সিক্ত বসনে ,অনুভব করি হৃদয়ের বালু রাশি দিয়ে বয়ে চলে স্রোতস্বিনী নদী
তুমি তখন আবির্ভূত হও আমার সাদা পাতায় নতুন এক কবিতা রূপে।
তুমি ডাক দিলে আমি রোদ্দুর হবো,
পিঠে পিঠ ঠেকিয়ে সবুজ গালিচায় বসে ছন্দে মিলিয়ে লিখবো অনেক অজানা নতুন কবিতা।
তুমি ডাক দিলে নতুন মেঘের দেশের ঠিকানায় মেলবো
ইচ্ছে ডানা।
আমাকে কানে কানে ফিসফিস করে বলে যাওয়া শব্দ গুলো সু সজ্জিত করবে আমার কবিতা।