তুমি একটিবার আমায় ভালোবাসো,
শুধু একটিবার।
তুমি শীতকাল ভালোবাসো।
আমি গোটা হিমালয় তোমার নামে লিখে দেবো,
তুমি সেখানে মনের সুখে দিন কাটিয়ো-
শুধু একটিবার আমায় ভালোবাসো।
তুমি ঘুরতে ভালোবাসো।
আমি দেবরাজ ইন্দ্রের ময়ূরপঙ্খী যান
যেখান থেকেই হোক খুঁজে এনে তোমায় দেবো,
তুমি তাতে চড়ে সারা পৃথিবী ঘুরে দেখো-
শুধু একটিবার আমায় ভালোবাসো।
তুমি মেঘ গায়ে মাখতে ভালোবাসো।
আমি আকাশের সব মেঘ দিয়ে অলঙ্কার বানিয়ে তোমায় সাজিয়ে দেবো,
তুমি সপ্তম আশ্চর্যের থেকেও আকর্ষণীয় হয়ে উঠবে-
শুধু একটিবার আমায় ভালোবাসো।
তুমি জ্যোৎস্না ভালোবাসো।
আমি চাঁদকে তোমার ঠিকানা দিয়ে দেবো
প্রতি রাতে তোমার ঘরে আসবে,
তুমি অত আলো তখন নিজের মতো করে সামলিও-
শুধু একটিবার আমায় ভালোবাসো।
তুমি আর বাকি যা যা ভালোবাসো
আমি সব পূরণ করে দেবো,
পারলে তোমায় স্বর্গ মর্ত্য পাতালের রাণী করে রাখবো-
শুধু একটিবার আমায় ভালোবাসো।