আমার সত্য বলাতে যদি তোমার মুখোশ খুলে যায়
তবে তুমি মুখোশধারী
আমার সত্য লেখায় যদি তোমার সম্মান চলে যায়
তবে তুমি সম্মান পাওয়ার যোগ্যই নও,
তোমার ক্ষমতা হারানোর ভয় থাকলে
তুমি ক্ষমতা হারানোর পূজা করো
তুমি মিথ্যের আশ্রয় নিয়ে বেঁচে আছো বলেই
তুমি সত্যকে এত ভয় করো,
কত মানুষ তোমাকে স্যার স্যার বলে সম্মান করে
তোমাকে নমস্কার করে
তুমি যেখানেই যাও তোমাকে মানুষ ঘিরে ধরে
এত মানুষের এই ভালোবাসা,এই সম্মান নিয়ে তুমি ব্যবসা করেছ
মানুষকে বোকা বানিয়ে পয়সা কামিয়ে ভালোই আছো
এতদিনে তুমি বেশ জনপ্রিয় হতে পেরেছ
জনদরদী হতে পারো নি আজও।
নেতাগীরি করতে করতে তুমি একটা অভিনেতা তৈরি হয়েছ
তোমার ওপরে আমার আর বিন্দুমাত্র শ্রদ্ধা;ভক্তি; ভরসা কিছুই নেই।