তুমি আসবে বলে —
ওগো বসন্ত, রয়েছি চেয়ে পথ,
তুমি আসবে বলে
শিমুল পলাশে সাজিয়েছি তোমার রথ।
তুমি আসবে বলে
মন বসন্তে লাগলো ফাগের দোলা,
তুমি আসবে বলে
মন কেমনের নাওয়ে পাল তোলা।
তুমি আসবে বলে
কৃষ্ণচূড়ার পত্রে লিখেছি চিঠি,
তুমি আসবে বলে
নয়ন ঘরে উতল হাওয়া দিঠি।
তুমি আসবে বলে
বিভোল হয়ে পিকের কুহু শুনি।
তুমি আসবে বলে
বরণ ডালায় প্রহর শুধুই গুনি।
তুমি আসবে বলে
যামিনী জাগি দেখি প্রাতে নভ রাগ,
তুমি আসবে বলে
দখিনা পবন ওড়ায় আনন্দে ফাগ।