তুমি আছো জানি –
সকলের অলক্ষ্যে
অথচ সবখানেতেই সবক্ষণেতেই –
তাই নিঃশব্দে গরল পান করেও পাই বাঁচার ভরসা…
দুঃসাহসে কলম ধরে পাই প্রাণের উল্লাস…
বাতাসকে সাক্ষী রেখে উজাড় করি জমাট বেদনা..
জলকে আঁকড়ে ধরে ভাসিয়ে দিই হাজার অভিমান..
তুমি আছো জানি –
তাই রাতের গভীরে নির্ভয়ে অরণ্যে ছুটে গিয়ে মেখে আসি জোনাকির জ্যোতি…
আর তমসার যন্ত্রণা ফুঁড়ে ভোরের আলোয় হেসে উঠি ফুলে ফুলে…
তুমি থেকো..এমনি করেই প্রজ্বলিত আলোকশিখায়… আমার চলার পথে নৈঃশব্দ্য পদচারণায়।