ভাদর মাসে তালের বাসে
জিভের জলটা ঝরে,
ঢুপ ঢুপ করে তাল যে পড়ে
কুড়োই খুশি ভরে।
দীঘির পারে আছে সারে
তালগাছের যে সারি,
ছেলে বুড়ো দাদু খুড়ো
নিয়ে আসে বাড়ি।
কালো কালো তালটা ভালো
বলেন সবে জানি,
তালের পিঠে দারুণ মিঠে
মায়ের হাতে মানি।
তালটা ছুলে শাসটা তুলে
পুঁটলি বেঁধে রাখে,
জলটা ঝরে গেলে পরে
ময়দা গুড়ে মাখে।
মালপো বড়া মনোহরা
পায়েস ও ক্ষীর নানা,
তালের রুটি মজায় লুটি
নেইকো খেতে মানা।