পথ হেঁটে জেনেছি
আকাশ ভেঁঙে গড়ে জেনেছি
লাশ,আমাদের আত্মীয়
ভাত কাপড়ে মানুষ হয়
পৃথিবীর শ্রেষ্ঠ দরজাতে দাঁড়িয়ে জানতে হল
চামচিকা,বাদুড়
আর চাদেঁর প্রেতাত্মা
বাড়ির বারান্দার মতন
খুচরো কঙ্কালের বিদ্রুপ হাসিতে
চৌচির সময়
প্রকৃত মুত্যু নামে মেয়েটি
গোপন প্রেম
পথ হেঁটে জেনেছি
আকাশ ভেঁঙে গড়ে জেনেছি
লাশ,আমাদের আত্মীয়
ভাত কাপড়ে মানুষ হয়
পৃথিবীর শ্রেষ্ঠ দরজাতে দাঁড়িয়ে জানতে হল
চামচিকা,বাদুড়
আর চাদেঁর প্রেতাত্মা
বাড়ির বারান্দার মতন
খুচরো কঙ্কালের বিদ্রুপ হাসিতে
চৌচির সময়
প্রকৃত মুত্যু নামে মেয়েটি
গোপন প্রেম