সেদিন দেখি রেগে বোতল,
বললো ওরে ঢাকনা ,
তোর নাকি দেমাগ ভীষণ ,
গজিয়েছে খুব পাখনা !
বোতল তুমি ভুল শুনেছো ,
ঢাকনা শান্ত স্বরে ।
পরের কথায় কান দিও না ,
শান্তি রাখতে ঘরে ।
তোমায় আমি সম্মান দেই ,
আকারে অনেক ছোটো ,
এটা তো ঠিকই ,আমি ছাড়া
কেবল বোতলে কি কিছু হতো?
বোতল প্রায় মূল্যহীন ,
না থাকলে পরে আমি ।
তুমি ছাড়াও আমি একা
সে কথাটাও মানি ।
আমরা হলাম ব্ন্ধু সুজন
কিসের অহংকার।
মিলে জুলে করি চলো ,
মানুষের উপকার ।
রেডিও, টিভি বলছে রোজ ,
প্লাস্টিকেতে দূষণ ।
তবে কি এবার বাতিল
আজীবন নির্বাসন ।