রক্তের বদলে মদ ,
গাছের বদলে ক্যাকটাস আর নৌকাবিলাস ।
সত্য এখন বেশ্যাখানায়, রাজনীতির মন্চ্চে , জেলখানার কুঠুরিতে , জ্বলন্ত চুল্লিতে ।
এখন কাকতারুয়াদের কোনো কাজ নেই ,
ভারতজুড়ে তরজায় মাতে নেতা – মন্ত্রী- দল- মিডিয়া আর বুদ্ধিজীবিরা ।
শব্ধসন্ত্রাসে ও ধ্বংসে মাতোয়ারা মৌলবাদ ।
দুনিয়া গোল্লাতে যাক,
বদমাশেরা দুধে ভাতে থাক ,
কবির ক্কান্না কেউ না শুনতে পাক ,
সব মেনে নিতে থাক ।