আমি যা লিখি এগুলো কি কবিতা ?
নাকি এগুলো একমাত্র তোমাকে পাওয়া বা না পাওয়ার ঠিকানা ?
আমার কবিতায় আমি যত কথা লিখে যাই—-
এগুলোও কি কথা ?
নাকি শুধু কথার কথাই বলে যাই?
যখন কোন কিছুই লিখবার ভাষা নেই
যখন কোন কিছুই ব্যক্ত করার আশা নেই
ঠিক তখনো ভাবনার চৌকাঠে দাঁড়িয়ে কিছু কথা ভেবে যাই,
আমার চোখে সময়ের ইতিহাস বর্ণনার কোন বিরাম নাই।
কালের নিয়মে যে সহজাত প্রাপ্য আজ বড়ই দুষ্প্রাপ্য
মস্তিষ্কের রক্তক্ষরণের সাথে তার স্মৃতিচারণে নির্মিত হয় কত কাব্য
কঠিন প্রহরগুলো মেঘেদের সাথে কথা কয়
যেন বিশ্রামহীন এক যাত্রী প্রেমের কাব্যের বোঝা লয়ে ধরিত্রী কাঁপায়
এগুলোতো কবিতা নয়……..!
নাকি এগুলোকেও কবিতা কয়……….?
ইহাদের কিছু কথায় বনলতা কেন ফিরে ফিরে চায়?
জংধরা জীবনে স্মৃতিগুলো উজ্জল মরীচিকা হয়ে আজও তাকায়
সেই ভালবাসাগুলো সব ছলনা তো হয়নি…. !
পাইনি তারে; পাইনি……..
তবু যেন সেই প্রেম কভু বৃথা হয়নি।