দেখো, বাজে বােকো না।
যখন তখন বলা নেই কওয়া নেই, হুড়মুড় ঢুকো না।
কোথায় আবার? ঘরে, বিছানায়-
আচ্ছা, প্রেম কি এভাবে কেউ করে ? নাকি করা যায়?
পা ছড়িয়ে শুয়ে থাকি, হাত ছড়িয়ে উপুড় হয়ে, তুমি যে ঢােকো
কে জানে ঢুকে কী সব লুকিয়ে লুকিয়ে শোঁকো..
অথবা, তােমার আর গন্ধ নেবার কী দায়
কোথাও জাদুর কাঠি-টাঠি পুঁতে রাখাে কি না, দেয়ালে বা জানালায়…
আমি কি কখনও বশ হতে পারি। বােকা!
অবশ্য একদা যত্রতত্র খেয়েছি বিস্তর ধোঁকা।
আর নয়! ন্যাড়া বুঝি বারবার বেলতলা যায়?
এত যে দুর্যোগ গেল, ঢের দেখা আছে, এক আমি ছাড়া কেউ নেই আমাকে বাঁচায়।