অভিযাত্রিক মন ছুঁয়েছে দিক প্রান্তর
হাতছানি দিয়ে ডাকে দূর তেপান্তর
চড়াই উৎরাই মসৃণ বন্ধুর পথ একাকার
একাকীত্বের ঘেরাটোপ বহু যোজন পার।
পায়ে পায়ে জল বালি কাঁকড় মাড়িয়ে
পাহাড় থেকে জঙ্গলে ডাল পালা হাতড়িয়ে
সর্ষে পায়ে মনের তাগিদে প্রসারিত দৃষ্টি
অজানাকে জানার নেই বাঁধা রোদ বৃষ্টি।
মাথার উপর দৃপ্ত নীলাকাশ দিগন্ত অন্তহীন
মৃদু সমীরণে প্রকৃতি জুড়ে উচ্ছ্বাস সীমাহীন।
পথভোলা পথিকের বাউল গান হাতে একতারা
নেই পিছুটান বয়ে চলেছে আপন পাগলপারা
চেনা ছন্দ খানা খন্দ নেই কোনো দ্বিধাদ্বন্দ্ব
মনের আনন্দে মেলেছে ডানা মুক্ত জীবনানন্দ।