ঝাকুর ঝুকুর ঝিকির ঝিকির
ট্রেন ছুটেছে ওই,
গ্ৰামে কাশের বনের পথে
ট্রেনের বাড়ি কই?
মাঝে মাঝে কু ঝিকিঝিক
মৃদু আওয়াজ সাথ,
এঁকেবেঁকে চলছে দুলে
করে বাতাস মাত।
দূর নির্জনে কোন অজানায়
বেগে ভীষণ ধায়,
আশেপাশের মানুষ দেখে
কত আনন্দ পায়।
গ্ৰামের ছোটো ছেলে মেয়ে
অবাক হয়ে চায়,
কালো ধুঁয়ো উড়িয়ে ট্রেন
কেমন চলে যায়।
ইষ্টিশনে ক্ষণিক থামে
আবার চলে দূর,
কু ঝিকিঝিক ঝাকুর ঝাকুর
তুলে গমক সুর।