উড়ো হরিয়ালঝাঁক বাবলাবন সবুজ বিদ্যুতে
ছুঁয়ে গেল | দু’দিনের গলদঘর্ম ট্রেনের ধকল
উসুল হয়নি তাতে | তবু যেন দুরন্ত দুপুর
একটি চোরাই সুখে নীলপদ্মে করে টলমল |
সবই জানলায় দেখা | তাই দিয়ে সব চাওয়া-পাওয়া,
জীবিকা, জনন, জপ | জানলার ধারে দিন গোনা |
আরো যদি বাতায়ন থাকে, খোঁজা বুঝি পণ্ডশ্রম |
এক জানলারই মাপে গড়া চোখ কান ও চেতনা |
তবু বেগ যদি হতে পারি কখনও বিবাগী,
অচলেরা চমকায় | বহু দূর চক্রবালে স্থির
ধ্রুব পাহারেরা নড়ে | ট্রেনের কামরায় চোকাচোখি,–
মানে নেই, নেই পরিণাম, তবু মুহূর্ত মদির |
পাথুরে প্রান্তরে, নয় ফসলের ক্ষেত আগলানো,
কিম্বা কারখানার সাক্ষী, যার যার নিজের স্টেশন |
চেনা রাস্তা, চেনা বাড়ি, ঘড়ি ঠিক, কিন্তু ভুলচুক |
কখনও ঝলকে শুধু আচমকা অন্য অন্বেষণ |