এই শহরে ট্রাম তোমার
ছিলো বহুল চল,
শুরুতে তোমায় টানতো ঘোড়া
ভিড়তো যাত্রী দল।
মনে ভাবি হারিয়ে যাবে
ঐতিহ্যের এক মুখ,
যুগের হাওয়ার রূপ টানে আজ
তোমার বিদায় দুখ।
শহরের সব ছুটবে এবার
চড়ে মেট্রো রেল,
গড়িয়াহাট ও শ্যামবাজার মোড়ে
বাজবে না তোমার বেল।
ঝমঝমিয়ে আওয়াজ তুলে
তোমার চাকা আর,
দেখতে বুঝি পাবেনা কেউ
চলছো শহর পার।