হে বৈশাখ তুমি আসো
বিষণ্ণ খরতায়
খর বৈশাখী ঝড়কে সাথী করে ।
হৃদয় কঠিন তব বড় ;
নির্দয় ভুবন কাঁদেনি কভু
জলাঞ্জলি দিয়েছ যত সাধ
ভালোবাসা,সুখ….
তাইতো এই পথকে করেছ সাথী ।
নিত্যদিনের ওই আবর্জ্জনার স্তূপ
ঘিরে তোমার জীবন ,
জানি তুমি খোঁজনা শিশির মাখা ভোর
খোঁজ না আকাশ জুড়ে
নীলিমার অরাজকতা ।
খোঁজ কালো বিদ্যুতের দাপাদাপি ,
দুস্তর মরুভূমি, খোঁজ ইতিহাস।
খোঁজ মানুষের কঙ্কাল
কখনো হাড় গোনার চেষ্টায়
খোঁজ আমাকে….
লুকিয়ে থাকি চোখের আড়ালে
পাছে ধরা পড়ি ।
তুমি ফেলে এসেছ এক বিরাট ইতিহাস
তবু কেন চিত্রগুপ্তের খাতা আবার খোলো
হিসেব নিকেশ এখনো হয়নি শেষ
ও আর হবে না…বাকি রয়ে যাবে…
সাধনার পুরো ফল পাওনি তুমি
তাইতো ফিরে আসো আবার
ফিরে আসো তুমি আমার জীবনে
কিছুক্ষণ দাপাদাপি
আমার ঘুম ভাঙিয়ে
আবার ফিরে যাও।