ঘড়ির কোনো স্টেশন নেই
আছে শুধু আমাদের ওঠা নামা
নানা আকারের নানা রঙের অপেক্ষারা
দিন দিন বড় হয়
আমি দুপুরের আঁচ ভালোবাসি
বিকেল হাওয়ায়-
বিনি সুতোর জীবন্ত ঘুড়ি দেখব বলে
ঘড়ির কোনো স্টেশন নেই
আছে শুধু আমাদের ওঠা নামা
নানা আকারের নানা রঙের অপেক্ষারা
দিন দিন বড় হয়
আমি দুপুরের আঁচ ভালোবাসি
বিকেল হাওয়ায়-
বিনি সুতোর জীবন্ত ঘুড়ি দেখব বলে