সচল বচল ঢিল পুকুরে ভাসিয়েছিলে থই
আজানু সুখ জড়িয়ে জিরান, ডুবতে পারি কই !
জিরান শব্দ পরখ করে থামিয়ে দিয়ে গতি
ডোবার ইচ্ছে সত্যি নাকি? ফেরারী সম্প্রতি ।
আজ যে দুপুর চরছে মেঘে আনন্দে টানটান,
তরশু তারই বাস্তু বিষাদ ভোলাবে আনচান ।
ভোলাবে নয়, ভুলতে পারে, কোন ব্যাকরণ জানে !
জানা মানে ডুবতে চাওয়া, ছলকে যাওয়া বানে ।
টানের জালে তলিয়ে হবো সচল বচল ঢিল
নিঃস্তরঙ্গ জীবন জলে পান্থ অনাবিল ।