রাধাকৃষ্ণের প্রেমলীলায়
মনের মূল্যায়ণ যতটা হয়,
বাস্তবে স্ত্রীর মনের মূল্য
স্বামী কি ততটা দেয় ?
যেমন আয়ান ঘোষ রাধার
মনের মূল্য কতটা দেয় ?
আবার শ্রীকৃষ্ণ কি রুক্মিনির
মনের মূল্য ততটাই দেয় ?
তবুও রাধা কৃষ্ণের
যুগল মিলন তো হয় ৷
বাস্তবে স্বামীত্বের অধীকার
থাকে তো শুধু বজায় ৷
কর্তব্যটুকু পালন করে উভয়
মনের মানুষ কি দুজনে দুজনার হয় ?
না কি শুধু বেঁচে থাকার আধার
যেমনটা ঘটেছিল কৃষ্ণপ্রেমে রাধার ৷
“”যদিদং হৃদয়ং তব
তদিদং হৃদয়ং মম””৷
এই মন্ত্র কি কেবল উচ্চারিত হয়?
উভয়ের হৃদয় হয় কি বিনিময় ?
না কি স্বামী যথেচ্ছ স্ত্রীকে
ব্যবহার করে যায়!
তবে কি স্বামী স্ত্রীর বন্ধু নয় ?
স্ত্রীর সাথে প্রেম তো হয় ৷
তবে কেন উভয় মনের মানুষ নয় ?
শরীর মন সবই তো উভয় পায় ৷
বন্ধু তবে কে হয় ?
মনের মূল্য যে দিতে চায়
মনের মানুষ কি সেই হয় ?