বড়ো অচেনা হয়ে গেছো তুমি,
হয়তো কোনোদিন চেনা ছিলেনা
আমিই ভুল ছিলাম,
তোমাকে চিনেছি ভেবে।
জানো! আজকাল তুমি
আর আমার কল্পনাতে আসো না,
ঝাপসা হয়ে গেছো
পরিষ্কার করতে ইচ্ছা করে না,
থাক না সব ঝাপসা।
অন্ধকারে পথ চলতে পারি না
ভীষণ হোঁচট খাই,
তবুও অন্ধকারে অনেকটা পথ হেঁটেছি।
ভেবেছিলাম তুমি হাত ধরবে
কিন্তু ধরোনি।
তাই একা একা হাঁটা অভ্যাস করে নিয়েছি।