ঝটিকা ঝঞ্ঝার বায়ে ধরা কাঁপে ত্রাসে ,
গুরু গুরু বজ্রপাতে জীবকুল ভয়ে;
অশনিসংকেতে ডরে জীবনের ক্ষয়ে,
প্রভঞ্জনের ভয়াল ভ্রুকুটির রাশে।
গগন ভেদিয়া বারি অবিরল ভাসে,
ভয়াবহ বন্যা বুঝি যাবে সব লয়ে;
উদ্ধারিতে মুখে মুখে দয়াময় জয়ে।
বিশ্বাসে মিলায় কৃষ্ণ ভক্তি সুধা রাশে।
জলধারা সিক্ত করে মাঠে খালে বিলে,
সবুজে ধরনী সাজে দেখে সুখ মিলে।
চাষির হৃদয় নাচে বীজ বুনে সবে,
পাখি গাহে বাগে ভরে ফুলেদের মেলা
হাঁস দলে সাঁতারে তে প্যাক প্যাক রবে,
আকাশেতে কালো মেঘে করে শুধু খেলা।