ব্রিটিশের বিরুদ্ধে করে আপোষহীন সংগ্রাম
দেশবাসী আজও ভুলতে পারেনি তার নাম।
ভারতের মুক্তির জন্য আত্ম বলিদানে অস্থির।
ইতিহাসে তিনি অবিসংবাদী মৃত্যুঞ্জয়ী বীর।
দেশ ছিল তাঁর কাছে এক মহাতীর্থ
ভুলেছে আজ দেশবাসী তাঁর সে’আদর্শ।
করলে প্রতিবাদ কলেজের ইংরেজ অধ্যাপকের কটূক্তি
সাহেবরা দেখেছিল তাঁর নেতৃত্বদানের সংগ্রামী শক্তি।
ভারতের স্বাধীনতা ছিল যার ধ্যান জ্ঞান
দেশপ্রেমিকের আদর্শে তিনিই তো মহান
তুচ্ছ করে নিজের জীবিকা ও জীবন
চেয়েছিলেন দেশ মাতৃকার শৃঙ্খলমোচন।
ভারত জননীর কোলে জন্মেছিল বিদ্রোহী এই অগ্নিশিশু
বেঁচে আছে আজও নেতাজী হয়ে সুভাষ চন্দ্র বসু
তাঁর প্রতিকৃতি সামনে রেখে আমরা আবার দেশদ্রোহী
দুর্দশাগ্রস্ত ভারতবাসীরা হোক তার আদর্শ গ্রহণে আগ্রহী।