বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী
মনটা দিয়ে শোনো,
শিক্ষা গ্রহন কালে মনে
দ্বিধা রেখোনা কোনো।
শিক্ষাগুরু গুরুজনে
মান্যতা দিলে সবে,
শিক্ষা গ্রহন মনন মাঝে
থাকবে জুড়ে তবে।
বিদ্যালয়ে শিক্ষক যবে
থাকেন পাঠ দানে,
অমনোযোগ থাকবে নাকো
শুনবে কথা কানে।
শ্রবণ করে হৃদয় ঘরে
রেখো সবটা বুঝে,
হয়রানি আর হবে নাকো
বৃথা মানে খুঁজে।
পিতা মাতা দিশারী হন
জ্ঞানের প্রথম ক্ষণে,
নম্র ভাবে তাঁদের কথা
শুনবে শ্রদ্ধার সনে।
পড়াশোনায় ধৈর্য্য নিষ্ঠা
অধ্যবসায় লাগে,
পড়বে শিখবে যতো দেখবে
জ্ঞান পিপাসা জাগে।
জ্ঞানী গুণী বলেন যাহা
শুনলে মনটা দিয়ে,
সফলতা পাবে জেনো
জ্ঞানের পরশ নিয়ে।
নতুন বছর সবাই মিলে
শপথে মন ভরো,
জ্ঞানের আলোয় ভরবে ভুবন
তেমনি জীবন গড়ো।