পৃথিবীর সামিয়ানায় আজ নেই কোন ভেদ-বৈষম্য।
জাতপাত ,ধর্মের চেয়েও বড়ো মানুষের মাঝে সাম্য।
আগে কি কখনো হয়েছে এমন অদ্ভুততর ঘটনা!
সবই বিধাতার মর্জিতে, তিনিই করেন চালনা।
জীবন থাকলেই আছে ঝঞ্ঝাট,আছে কতো না যাতনা।
ঐক্যের সাথে মেতে ওঠো সবে ভুলে বিবশ ভাবনা।
ধর্মের চেয়েও মানুষ বড়ো তার চেয়ে বড়ো মানবতা।
অসহায় যারা চারপাশে রেখো তাদের জন্যেও মমতা।
এক আকাশে অনেক তারা যেমন মিলেমিশে থাকে।
একসাথে কেমন আলো জ্বেলে দুনিয়া আলো রাখে।
তেমনি করে মানুষেরা যদি প্রীতিময়তার হাতটি ধরে।
বিধাতার মুখে জ্যোতির্ম্ময় হাসিটি পড়বে তখন ঝরে।
হিন্দু- মুসলিম,বৌদ্ধ , খ্রীষ্টান যেখানে যতো আছে ।
ঘুচিয়ে মনের দ্বিধার ছায়া, এসো পরস্পরের কাছে।
ভালোবাসা উপচে পড়ুক সবার মনের আঙ্গিনায়।
সবার পূজো সফল হবে মানবিকতার ছত্রছায়ায়।
অতিমারীর কালো ছায়া হয়তো বা হবে কল্যাণকারী।
বিধাতার মনে কি ভাবনা বিরাজে,সৃষ্টি তো সকল তাঁরই।
এতোকাল মানুষ নির্বিচারে করে গেছে যতোনা অন্যায়।
এবারে তার মাশুল দেবার সময় ঘনিয়েছে তায় ।
তাই বলি,ধর্মের তকমা ছেড়ে মানবিকতার ধর্ম মানো।
যিনি আল্লাহ,তিনিই ভগবান কোন,ভেদভাব নাই জানো।
রক্তের রং হয় কি কখনো সবুজ,সাদা,আসমানী ,কালো?
জ্ঞানের আলো জ্বালো মনে ,বাসো সবারেই ভালো।